আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: গ্রেফতারি পরোয়ানা জারি হলেও জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক সহ-সভাপতি আমান হত্যার মামলার অাসামিদের গ্রেফতার করছে না পুলিশ। সব আসামি গ্রেফতার না হওয়ায় মামলার বিচারকাজ দেরি হচ্ছে। আমানের মা ফাতেমা খাতুন মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ফতেমা খাতুন বলেন, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির এক কর্মী সম্মেলন চলার সময় সন্ত্রাসীরা তার ছেলে আমান উল্লাহ আমানকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। তিনি দাবি করেন, আমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার অভিযোগপত্র দিয়েছে। মামলাটি বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।
পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা ফাতেমা খাতুন আরো জানান, অভিযুক্ত আসামিদের অনেকেই পলাতক রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।
তিনি জানান, পলাতকদের মধ্যে মামলার এক নম্বর আসামি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ হত্যার আরেক আসামি আনোয়ার হোসেন চান্দু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। চান্দুকে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী দাবি করে ফাতেমা জানান, সব আসামি গ্রেফতার না হওয়ায় মামলার বিচার কাজ শুরু হতে দেরি হচ্ছে।
ফাতেমা বলেন, মামলার শুনানির জন্য এখন তিন-চার মাস পর পর তারিখ পড়ছে। আগামী ১৯ অক্টোবর পরবর্তী শুনানি হবে। দ্রুত ছেলে হত্যার বিচার চান এই বৃদ্ধ বিধবা। এজন্য আমান হত্যা মামলা চাঞ্চল্যকর হিসেবে তালিকাভুক্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।