হাকিম বাবুল, শেরপুর: স্কুলছাত্র আতিকের মৃত্যুর বিচার, শহরের ভিতর দিয়ে সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ, থানা মোড় থেকে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, নিরাপদ সড়কসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে শেরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
গতকাল (৭ অক্টোবর) সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে মুন্সীবাজার পর্যন্ত রাস্তার দু’পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শহরের বিভিন্ন মাধ্যমিক স্কুলের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের এ মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাকরাও অংশ নেন। পরে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুল ক্যাবিনেটের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের নিকট তাদের পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
শেরপুর জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আতিকুর রহমান আতিক সোমবার (৫ অক্টোবর) বিকালে শহরের মধ্যশেরীপাড়া এলাকায় নিয়ন্ত্রণহীন এক দূরপাল্লার বাসচাপায় নিহত হয়। এ ঘটনায় আতিকের মা আতিজা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই বাসের চালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে বিচারিক আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।