নেত্রকোনায় একজন খুন, ৩ ভুয়া সাংবাদিকের সাজা

মীর মনিরুজ্জামান, নেত্রকোনা:  নেত্রকোনার আটপাড়ায় উপজেলার কুতুবপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুশফিকুর রহমান তুহিন (৩৮) খুন হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে প্রতিপক্ষের লোকজন তুহিনকে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় বুক ও ঘাড়সহ শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুহিনকে ছুরিকাঘাত করে চলে যাবার সময় এলাকাবাসীর হামলায় আটপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামের আমির খাঁ ও ওদুদ খাঁ নামে দুই ব্যক্তি আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাদের আটক করে।

বারহাট্টায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ জনের কারাদণ্ড

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিকের ভুয়া পরিচয়ে চাঁদাবাজির অপরাধে আজ বৃহস্পতিবার নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুজাফর রিপন এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ বেতিয়া গ্রামের মৃত জানু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫), ফেনী জেলার মতিয়ারা গ্রামের গোলাম মুকুল আহমেদের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল হাসান (৩৮)।

netrakona fake journalists jailed
সাজাপ্রাপ্ত তিন ভুয়া সাংবাদিক (নীল শার্ট ও গেঞ্জি পরা)।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বারহাট্টা উপজেলা পরিষদের ডাক বাংলো থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ক’জন নারীর পাসপোর্ট সাইজের কিছু ছবি, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর প্যাড জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুজাফর রিপন জানান, ওই তিন যুবকের বিরুদ্ধে জেলার বিভিন্ন উপজেলায় সাদা রঙের একটি মাইক্রোবাস (সিলেট- ১১-০১৫২) নিয়ে ঘুরে জনপ্রতিনিধি ও  জনগণের কাছ থেকে বিটিভিতে অনুষ্ঠান নির্মাণের কথা বলে কৌশলে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.