প্রতিমা ভাঙচুরে জড়িতদের গ্রেফতার চেয়ে সাতক্ষীরায় প্রতিবাদ

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত ও দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ শুক্রবার বিকেলে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করেন তারা।

satkhira protest over durga idol breakingমঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আশাশুনি উপজেলার প্রতাপনগর কর্মকরপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে সদ্য নির্মিত ১৪টি প্রতিমা ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে আজ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা জানান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য হেনরী সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন গোষ্ট বিহারী মণ্ডল, স্বপন কুমার শীল, বিকাশ কুমার দাস, নিত্যানন্দ আমীন, বিশ্বনাথ ঘোষ, অ্যড. ফাহিমুল হক কিসলু, অমিত কুমার সোমসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.