মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): পুলিশ ও সাংবাদিকদের সহযোগিতায় রায়পুরে যৌন হয়রানির শিকার শিশুটির পরিবার থানায় মামলা করেছে।
শুক্রবার রাতে শিশুর নানি বাদী হয়ে অভিযুক্ত ফিরোজ আলম ফিরোকে (৩৫) আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন।
উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
শিশুটির পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের বাবুরহাট বাজার এলাকায় ছয় বছরের ওই শিশুটি একটি টয়লেটের ভিতরে আটকে যৌন হয়রানি করে ফিরোজ আলম ফিরো (৩৫)। ফিরো ওই এলাকার আঠিয়া বাড়ির মৃত আহম্মদ উল্যার ছেলে।
শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
ঘটনার পর পরই শিশুটিকে চিকিৎসার জন্য রায়পুর হাসপাতালে আনা হয়।
একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে তৎপরতা দেখালে আতঙ্ক দেখা দেয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরিবারটিকে চুপ রাখার চেষ্টাও করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সাংবাদিকদের কাছে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাতে তার নানি বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ফিরোজ ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।