হাকিম বাবুল, শেরপুর: শেরপুর-জামালপুর সড়কের মুকসুদপুরের একটি ছনের ঝোপ থেকে গতকাল শুক্রবার দুপুরে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, একটি চটের বস্তার ভেতর হাত-পায়ের সাথে মুখ বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। চটের বস্তাটি একটি কম্বল দিয়ে ঢাকা ছিল। নিহতের গায়ের রং শ্যামলা, বয়স আনুমানিক ৫৫-৬০ বছর। তার শরীরে পরিপাটি জামা-কাপড় পরা ছিল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া বলেন, লাশের গলায় একটি দাগ রয়েছে। তাদের ধারণা লোকটিকে হত্যার পর দুর্বৃত্তরা পিকআপ ভ্যান কিংবা অন্যকোনো যানবাহনে করে এখানে ফেলে রেখে গিয়েছে।