রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে রাতের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের তিন জন।
অসুস্থরা হলেন আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের গড়ামী বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়াংশু মাঝী (৮০), তার ছেলে পরিমল মাঝি (৬০) ও তার স্ত্রী দত্তের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী মিত্র (৫৫) ।
জানা গেছে, শুক্রবার রাতে তারা ভাত খেয়ে ঘুমাতে যান। শনিবার সকালে প্রতিবেশীরা তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর যেয়ে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করেন। সকাল সাড়ে ৯টার দিকে তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশীরা।
তাদের আত্মীয়স্বজনদের ধারণা, বড়ির মালামাল চুরি করার জন্য কেউ ভাতের সাথে চেতনানাশক মিশিয়ে দিতে পারে।
ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র বাড়ির লোকজনকে অজ্ঞান করে মালামাল চুরি করতে চেয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়া হলে বমি ও পাতলা পায়খানা হতো। কিন্ত এদের ক্ষেত্রে এরকম কোনো উপসর্গ ছিল না। তিনিও ঘুমের ওষুধ বা কোনো কেমিক্যাল মেশানোর আশঙ্কা করেছেন।