চলে গেলেন ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, শেরপুরে শোকের ছায়া

প্রতিনিধি, শেরপুর: ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, শেরপুরের প্রাক্তন গভর্নর ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আনিসুর রহমান (৯৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)।

আজ রোববার বিকেল আড়াইটায় বার্ধক্যজনিত কারণে শহরের খরমপুর এলাকার নিজ বাসভবনে মারা যান তিনি। ।

তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

anisur rahman passes away
আনিসুর রহমান।

তার মৃত্যুর খবরে শহরে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে শেরপুরে অবস্থানরত হুইপ আতিউর রহমান আতিক এমপি তাৎক্ষণিকভাবে তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য ফাতেমাতুজ্জোহুরা শ্যামলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নেন। বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় এ নেতা মহান মুক্তিযুদ্ধ চলাকালে শেরপুর অঞ্চলে সংগঠকের দায়িত্ব পালনসহ মুক্তিযুদ্ধে অংশ নেন।

তিনি শেরপুর থানা-মহকুমা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি শেরপুর-শ্রীবরদী এলাকা থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন।

বঙ্গবন্ধু ঘোষিত ৬১তম জেলার তিনি প্রধান উদ্যোক্তা ও গভর্নর ছিলেন। পরবর্তীতে তিনি এমসিএ এবং এমপি নির্বাচিত হয়েছিলেন।

আগামীকাল সোমবার সকাল ১০টায় শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের বাড়ি কসবা কাঠগড় পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.