হাকিম বাবুল, শেরপুর: শেরপুর সরকারি কলেজ মাঠে শনিবার আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর আয়োজন করেছে।
ফুটবল দিয়ে শুরু এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় নকলার চন্দ্রকোনা কলেজ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে শেরপুর সরকারি কলেজ দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম রিয়াজুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমাসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ২২টি কলেজের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে অংশ নিবে।