মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৫০ ঘন্টা পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মাহামুদুল হাসান মামুনের (২১) মৃতদেহ পাওয়া গেছে।
শনিবার বিকেল চারটায় কুয়াকাটা সৈকত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পশ্চিম কুয়াকাটা গ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে তার মৃতদেহ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলে জালাল, আনোয়ার ও বাহাদ্দিনের জালে মামুনের মৃতদেহ আটকা পড়ে। দুপুরের জোয়ারে লাশটি ভেসে আসে।
প্রায় ৫০ ঘন্টা সাগরে ভাসার কারণে মামুনের শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। তার পরনে গেঞ্জি ও শর্ট প্যান্ট ছিল।
লাশ উদ্ধারের খবর পেয়ে মামুনের বাবা আবুল হাসেন, মামা সাদিউল ইসলাম ও মামুনের সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে যান। সকলের কান্নায় এ সময় কুয়াকাটা সৈকত জুড়ে এক করুণ দৃশ্যের অবতারণা হয়।
মামুন নিখোঁজের পর থেকে তার সহপাঠীরাও কুয়াকাটায় অবস্থান করে তার সন্ধান চালাচ্ছিল।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, মামুনের অভিভাবক ও তার সহপাঠীরা তার মৃতদেহ সনাক্ত করেছেন। লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ৫৫ জনের একটি টিম রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাবের বার্ষিক সফরে কুয়াকাটায় ভ্রমণে আসে। এই ট্যুরের সদস্য মামুন সাগরে সহপাঠীদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়। মামুনের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলা বেলাচী গ্রামে।