রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): মহসিন আকনকে আহ্বায়ক করে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
রোববার বিকেলে জোলাগাতী হাই স্কুল মাঠে শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভাশেষে এ কমিটি গঠিত হয়।
মহসিন আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপজেলা আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, কাফি চৌধুরী, বদরুদোজ্জা মিয়া, শেখ মিরাজ আহমেদসহ অন্যরা।
সভায় অধ্যাপক আলমগীর হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো ব্যক্তির জন্য নয়, দলের জন্য কাজ করুন। ব্যক্তির সাথে ব্যক্তির বিরোধ থাকতে পারে। সেই বিরোধ দলের ভেতর আনবেন না। তিনি আরো বলেন, দলের সিদ্ধান্ত সবারই মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।