মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): ‘গাঁজা বাবা’ নামে পরিচিত রায়পুরের পেশাদার মাদক ব্যবসায়ী জয়নালকে (৪৯) গ্রেফতার করেছে রায়পুর পুলিশ। এ সময় তার কাছ থেকে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।
![raipur cannabis trader arrested](https://desherkhobor.net/wp-content/uploads/2015/10/raipur-cannabis-trader-arrested-140x200.jpg)
উপজেলার পূর্ব চরপাতা গ্রাম থেকে তাকে সোমবার (১২ অক্টোবর) সকালে গ্রেফতার করা হয়। জয়নাল ওই গ্রামের ফজর আলী মেস্তরীর ছেলে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেনের নেতৃত্বে এসআই মোশারফ হোসেন ও এএসআই মো. আক্তার হোসেন এ গ্রেফতার অভিযান চালান।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, এসআই মোশারফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়নালের বিরুদ্ধে একটি মামলা করেছেন।