বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে উপজেলার দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুস সহিদ সুমনকে আহ্বায়ক এবং চরফলকন জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাকছুদুর রহমানকে সদস্য সচিব করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহিনুর আল আমিন ও সাধারণ সম্পাদক মো. হালিমুজ্জামান ওই কমিটির অনুমোদন দেন।
১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অপর সদস্যরা হচ্ছেন– আবু সাইদ চৌধুরী (হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), মো. মিজানুর রহমান (মধ্য চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়), আহাম্মদ মোস্তবা (চরফলকন জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়), মাহাবুব উল্যাহ (পূর্ব চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়), আমিনুল ইসলাম (দক্ষিণ পূর্ব চরজগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়), মো. জাহের হোসেন (পূর্ব চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়), সুমন কান্তি দাস (উত্তর পশ্চিম চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়), ফজলে এলাহী (চরজগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও মো. হেলাল উদ্দিন (চরলরেন্স শিক্ষাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহিনুর আল আমিন জানান, তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।