আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): পথরোধ করে তুলে নিয়ে মধুপুর বনে এক তরুণীকে ধর্ষণ করার সময় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গতকাল সোমবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের বড়বাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ওই তরুণী চাচাতো ভাইয়ের সাথে মধুপুর গড় এলাকার ঘুঘুর বাজার এলাকায় আত্মীয়বাড়ি যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে তারা বনের ভেতরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বড়বাইদে স্থানে পৌঁছলে জলছত্র এলাকার ইব্রাহীম মিঞার ছেলে আরিফ হোসেন (২৪) এবং আব্দুল কুদ্দুসের ছেলে আমিনুল ইসলাম (২৩) তাদের পথরোধ করে। তারা চাচাতো ভাইকে হুমকি দিয়ে মেয়েটিকে বনের ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মধুপুর থানা পুলিশের একটি টহল ভ্যান ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটির চাচাতো ভাই পুলিশ ভ্যানটি থামিয়ে পুলিশকে অপহরণের বিষয়টি জানান। পরে পুলিশ বনের ভেতর ঢুকে তরুণীকে আমিনুলের সাথে ধস্তাধস্তিরত অবস্থায় আটক করে।
তরুণী পুলিশকে জানান, তাকে প্রথমে আরিফ ধর্ষণ করেছে। পরে আমিনুল ধর্ষণের জন্য ধস্তাধস্তি করছিল।
পুলিশ তাদের আটক করে মধুপুর থানায় নিয়ে আসে। পরে আরিফ ও আমিনুলকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্র জানায়, আরিফ মধুপুরের অরনখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আমিনুল অরনখোলা ইউনিয়ন যুবলীগের সদস্য।
গতকাল সোমবার মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।