শেরপুরে আগুনে পুড়ে গেছে ১৩টি বসতঘর

রেজাউল করিম বকুল: শেরপুরের শ্রীবরদীতে আগুন লেগে ১৩টি বসতঘরসহ নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কাউনেরচর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে ঘর হারানো পরিবারগুলো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

sherpur fireক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে ওই গ্রামের কৃষক আবদুর রশিদের ঘরে আগুন লাগে। দ্রুত পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সংবাদ পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। এলাকাবাসীর সহযোগিতায় প্রায়ই আড়াই ঘন্টা পর তারা আগুন নেভায়।

আগুনে পুড়ে ভষ্মীভূত হয় ১৩টি বসতঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, রান্নাঘর ও গবাদিপশু। ক্ষতিগ্রস্তরা হলেন আঃ রশিদ, আঃ করিম, আঃ সামাদ, রঞ্জন আলী, আঃ মান্নান, আঃ সালাম, বাবুল মিয়া, জহুর আলী, মঞ্জু মিয়াসহ ১৩ জন। তাদের মতে ক্ষতির পরিমাণ মতে ৫ লক্ষাধিক টাকা।

ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন নিভাতে সক্ষম হয়েছি।

স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আরজু মিয়া বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। তবে ক্ষতিগ্রস্থদের ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.