আবদুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে খুন করেছে স্বামী। আজ বুধবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় ওই নারীকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে টাঙ্গাইলের মধুপুরে তার মৃত্যু হয়।
মধুপুর থানার এসআই লিটন ও নিহতের ভাবী কোহিনুর বেগম জানান, প্রায় ১৫ বছর আগে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামের শামছুল হকের মেয়ে রিনা বেগমের (২৯) সাথে পাশের কালিকাপুর গ্রামের বাহাদুর আলীর ছেলে সাইফুল ইসলামের (৩৫) বিয়ে হয়।
বিয়ের পর থেকেই সাইফুল ও তার পরিবারের লোকজন রিনার কাছে মোটা অংকের যৌতুক দাবি করতে থাকে। এ নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো।
বুধবার সকালে রিনা বেগমকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে সাইফুল। স্ত্রী এতে রাজী না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে সাইফুল। আহত রিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মধুপুর উপজেলা সদরে পৌঁছলে অবস্থার অবনতি ঘটলে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। রীনা ও সাইফুলের অষ্টম শ্রেণি পড়ুয়া একটি মেয়ে রয়েছে।
খবর পেয়ে মধুপুর থানার এসআই লিটন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল সরিষাবাড়ী হওয়ায় এ ঘটনার মামলা হবে সরিষাবাড়ী থানায়। আমাদের উপজেলায় মারা যাওয়ায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।
সরিষাবাড়ী থানার ওসি মো. বিল্লাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি ধরতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।