প্রতিনিধি, খুলনা: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ১১ ব্যাচের ছাত্রছাত্রীদের তিনদিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছে।
এ সময় ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফাসহ সহকারী ছাত্রবিষয়ক পরিচালকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালিটি ক্যাম্পাস থেকে শুরু করে বাস ও ট্রাকযোগে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। ক্যাম্পাস হয়ে উঠেছে উৎসবমুখর।
বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে ফরমাল প্রোগ্রাম এবং বিকেল ৪টায় মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবার কথা রয়েছে। শুক্রবার বিকেল ৪টায় মুক্ত মঞ্চে কনসার্টের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হবে।
উল্লেখ্য, নির্ধারিত মেয়াদেই শিক্ষা কোর্স সম্পন্ন করার ধারাবাহিক ঐতিহ্য রক্ষা করে এবারও এ ব্যাচের ছাত্র-ছাত্রীরা শিক্ষা সমাপনী উৎসব করছে।