আইনের শাসন প্রতিষ্ঠায় ক্রমশ এগুচ্ছে বাংলাদেশ: প্রধান বিচারপতি

প্রতিনিধি,বাগেরহাট: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। প্রথমে নানা কথা বললেও এখন সারা বিশ্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থার প্রশংসা করছে। বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে যে কোনো মূল্যে আইনের শাসন ও গণতন্ত্র নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারপতিকে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

chief justice SK Sinha in Bagerhatবাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি, বাগেরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলদার হোসেন, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন প্রমুখ।

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি জীববৈচিত্র্যের আধার সুন্দরবন আমাদের গর্ব উল্লেখ করে প্রধান বিচারপতি আরো বলেন, চোরাশিকারের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। পরিবেশের ভারসাম্য ও জীবনের প্রয়োজনে এ বনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বন অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, একটা দেশের, একটা জাতির কতদূর উন্নত হলো তার পরিমাপ করা হয় সেই দেশের আইনের শাসন কতটা নিশ্চিত তার ওপর। যে দেশের আইনের শাসন নেই, সেই দেশ যতই অর্থনৈতিকভাবে সাবলম্বী হোক তা ভালো রাষ্ট্রের মর্যাদা পাবে না।

প্রধান বিচারপতি বলেন, আমি দৃঢ়তার সাথে ঘোষণা করছি বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোনো চাপ নেই। আইনের দৃষ্টিতে বিচারপ্রার্থীরা সবাই সমান। তাই মামলার জট কমাতে হবে। তিনি বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে মামলা দ্রুত নিষ্পত্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের সহায়তা করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

পরিত্যাক্ত সম্পত্তির বিষয়ে জটিলতার দ্রুত অবসান হবে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের জন্য প্রধান বিচারপতি দক্ষিণাঞ্চলে সফর করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.