রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): হাজী মো.মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে শির্ষা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভাশেষে এ কমিটি গঠিত হয়।
হাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপজেলা আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর। বক্তব্য রাখেন জেলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বদরুদোজ্জা মিয়া, শেখ মিরাজ আহমেদ, শহিদুল ইসলাম শহীদ, গিয়াস উদ্দিন অলিসহ অন্যরা।
সভায় পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন বলেন, দেশ আজ স্বৈরাচারের কবলে। উন্নয়নের নামে গণতন্ত্রকে হত্যা করে এ সরকার দেশ পরিচালনা করছে। দেশনেত্রীর আহ্বানে দল পুনর্গঠনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করতে হবে।