মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: প্রেম প্রত্যাখ্যান করায় কিশোরগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক দুর্বৃত্ত।
আহত ছাত্রীর নাম স্মৃতি আক্তার। সদর উপজেলার পনকলিমা গ্রামের মৃত হেলাল উদ্দিনের মেয়ে স্মৃতি নান্দলা এলাকার অছমউদ্দিন হাইস্কুলে পড়ছে।
একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে বখাটে তৌহিদ (১৮) স্মৃতিকে অনেকদিন ধরে প্রেম নিবেদন করলেও স্মৃতি কোনো সাড়া দেয়নি।
এর জের ধরে আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে স্কুলে যাবার পথে তৌহিদ দা দিয়ে কুপিয়ে স্মৃতিকে মারাত্মক আহত করে।
এলাকাবাসী স্মৃতিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার বিচার ও তৌহিদকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় দুই ঘন্টা কিশোরগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মামুন (১৮) নামে তৌহিদের এক সহযোগীকে আটক করা হয়েছে বলে সদর থানার কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন।