প্রতিনিধি, লক্ষ্মীপুর: শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষ এ সমাবেশের আয়োজন করে।
কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো. নুরুল ইসলাম।
কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হুজ্জাতউল্যাহ যুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম আজাদ, পৌরনীতি বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লোকমান হোসেন, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক মোজাম্মেল হক মুন্সী, ইংরেজি বিভাগের প্রভাষক মো. রফিকুল ইসলাম, অভিভাবক ইউছুফ হাসান ও আবদুল মন্নান প্রমুখ।
এ সময় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান স্বপন, জীববিদ্যা বিভাগের প্রভাষক আবদুল মালেক, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক তপন কুমার আচার্য্য, সমাজবিজ্ঞানের বিভাগের প্রভাষক বেলাল হোসেন জুয়েল ও বাংলা বিভাগের প্রভাষক মাইনউদ্দিন চৌধুরী রিয়াজসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
20:56:08