রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীর গ্রামীণ ব্যাংকে মঙ্গলবার রাতে চুরির চেষ্টা হয়েছে। চোরেরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। ম্যানেজারের কক্ষে স্টিল আলমারি ও ফাইল ক্যাবিনেট ভেঙে কাগজপত্র তছনছ করে তারা।
খবর পেয়ে বুধবার সকালে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ব্যাংক সূত্রে জানা যায়, বুধবার সকালে কাউখালী হাসপাতাল রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা কলাপসিবল গেট খুলে দেখতে পান ব্যাংকের ম্যানেজারের কক্ষের তালা ভাঙা, ভিতরে স্টিলের আলমারি ভাঙা এবং কাগজপত্র তছনছ করা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ব্যাংকের ম্যানেজার দেবাশীষ কর্মকার জানান, রাতের কোনো এক সময় ব্যাংকের পাশের বিল্ডিং থেকে দ্বিতীয় তলা হয়ে নিচে এসে চোরেরা ব্যাংকের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ব্যাংকের আলমিরা ভেঙে কাগজপত্র তছনছ কওে এবং ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় ।
তবে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি এবং ব্যাংকে টাকাও ছিল না। ব্যাংকে কোনো নৈশপ্রহরী ছিল না।