আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল) সংবাদাদাতা: টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি গ্রামের এক কিশোরীকে তার বাবা ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই কিশোরী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিযুক্ত বাবাকে পুলিশে সোপর্দ করেছেন।
মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, ওই গ্রামের জনৈক ব্যক্তি (৩৮) তার পনের বছর বয়সী কন্যাকে গত ১৪ অক্টোবর বুধবার নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে।
এরপরও একধিকবার মেয়েটিকে ধর্ষণ করে করে বাবা। ভয়ে আর লোকলজ্জায় মেয়েটি ধর্ষণের ঘটনা কাউকে জানাতে পারেনি।
সোমবার রাতে (১৯ অক্টেবর) মেয়েটিকে জোর করে বাড়ির পিছনের কলাবাগানে নিয়ে ধর্ষণ করতে চাইলে মেয়েটি কৌশলে সব ঘটনা তার মাকে জানায়।
গতকাল মঙ্গলবার সকালে মা-মেয়ে মিলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ঘটনাটি জানালে চেয়ারম্যান মেয়েটির বাবাকে ধরে সন্ধ্যায় থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।