ফসলের ক্ষতি পুষিয়ে নিতে বিনামূল্যে সার-বীজ পেল শেরপুরের কৃষকরা

প্রতিনিধি, শেরপুর: কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায়  শেরপুরে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর এলাকাসহ ১৪ ইউনিয়নের এক হাজার ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যা, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮২০ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি আবাদের জন্য এক কেজি করে সরিষার বীজ এবং ২০০ কৃষককে ২০ কেজি করে গম বীজ দেওয়া হয়।

এসব কৃষকের প্রত্যেককে ২০ কেজি করে  ডাই-এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত ১৮০ জন কৃষককে ১০ শতক করে জমিতে আলু আবাদের জন্য ৮০ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

৪৮০ জন কৃষককে রবিশস্য গম, আলু, তেল ও ডালজাতীয় ফসল এবং সবজি আবাদের জন্যও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বীজ সহায়তা দেয়া হচ্ছে। যাতে আমনের ক্ষতি কৃষকরা কিছুটা পুষিয়ে নিতে পারেন।

এ উপলক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, ডিকেআইবি সভাপতি আব্দুস সাত্তার করিম প্রমুখ।

জেলার নালিতাবাড়ী, নকলা এবং ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায়ও কৃষি পুনর্বাসন কর্মসূচির সার-বীজ বিতরণ চলছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.