প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে নবদম্পতির ওপর নির্মম নির্যাতন চালিয়েছে সন্ত্রাসীরা।
স্বামী-স্ত্রী দুজনকে মারপিটের পর স্বামীর হাঁটুতে পেরেক ঠুকে দেয় তারা।
রোববার রাতে চিয়ড়াখালী ইউনিয়নের প্রত্যন্ত ভাগলের হাট এলাকায় নির্যাতনের শিকার হন তারা।
হামলায় গুরুতর জখম মোখলেসুর রহমান মামুনকে (৩৩) মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষণিকভাবে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে।
উপজেলার চিংড়াখালী গ্রামের হাসেন আলী কাজীর ছেলে মামুন তার নবপরিনীতা স্ত্রী মৌসুমীকে (২৩) নিয়ে নিশানবাড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে পাঁচ-ছয়জনের একটি সন্ত্রাসীদল তাদের ওপর চড়াও হয়।
সন্ত্রাসীরা রাস্তার ওপর মামুনকে পিটিয়ে পা ভেঙে হাঁটুতে পেরেক ঢুকিয়ে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রাখে। এসময় মৌসুমীর ওপরও নির্যাতন চালায় তারা। তাদের স্বর্ণালংকারসহ টাকাকড়ি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অপরাধীদের আটকে জোর চেষ্টা চলছে।