আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে ট্রাকচাপায় চার সিএনজি যাত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, আজ রোববার সকাল ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর মাদ্রাসা মোড়ে মধুপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিকে (টাংগাইল থ-১১-১৪১৭) টাংগাইলগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে মধুুপুর বেকারকোনা গ্রামের আবদুল বাছেদের ছেলে মো. জনি (২০), ঘাটাইল উপজেলার খিলগাতী গ্রামের আবদুর রহিমের ছেলে দারগ আলী ওরফে আবদুল মালেক (৬০) ও একই উপজেলার দেউলাবাড়ী গ্রামের মগবুল হোসেনের ছেলে আবদুল খালেক (৪২) ঘটনাস্থলেই মারা যান।
মধুপুর বেকারকোনা গ্রামের সেলিম আহম্মেদের ছেলে আনোয়ার হোসেন (২৫) হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এছাড়া ঘাটাইল উপজেলার দেওজানা বড়চালা গ্রামের চালক আবদুল বারেক (৩০) ও হবিবুর রহমানকে (৪৫) গুরুতর আহত অবস্থায় প্রথমে মধুপুর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের থানায় ও আহতদের মধুপুর হাসপাতালে পৌঁছে দেয়।