আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, জেলা প্রশাসক মাহবুব হোসেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনসহ অন্যরা।