প্রধান শিক্ষক ছাড়াই চলছে কমলনগরের ১১ স্কুল, শিক্ষা কার্যক্রম ব্যাহত

বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোনো রকমে ওই সব প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। এতে স্কুলগুলোতে পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় এ উপজেলায় ৬৬টি সরকারি ও একটি বেসরকারিসহ ৬৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘ দিন ধরে শূন্য।

প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা ওই স্কুলগুলো হচ্ছে– মতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য চরজগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চরলরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাদিরা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরফলকন মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরজগবন্ধু এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবসু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লুধুয়া ফলকন ফয়জুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্কুলগুলোর কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত ওইসব প্রধান শিক্ষকরা দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে পাঠদানে অন্য শিক্ষকদের হিমশিম খেতে হয় বলে তারা জানান।

উপজেলার লুধুয়া ফলকন ফয়জুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল করিম জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবুল বাসার প্রায় দুই বছর আগে অবসর গ্রহণ করার পর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছাড়া ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক রয়েছেন মাত্র দুজন। ফলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুজন শিক্ষক নিয়ে চার শতাধিক ছাত্রছাত্রীকে পাঠদানে তাদের মারাত্মক হিমশিম খেতে হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) খগেন্দ্র চন্দ্র সরকার জানান, বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের পদ শূন্য থাকার বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। শূন্য পদগুলো পূরণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.