আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। গফরগাঁও থানা পুলিশ নিহত চরআলগী দরগাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন সেলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সাড়ে ৮টার দিকে চরকামারিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল সবুরের (৪২) সাথে তার বড় ভাই আনোয়ার হোসেন সেলিমের (৫২) জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কলহ হয়। তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সবুর তার বড় ভাই আনোয়ার হোসেনের গলা টিপে ধরে। শ^াসরোধ হয়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন সেলিমের মৃত্যু হয়। চির কুমার আনোয়ার হোসেন সেলিম তার ৪ ভাইয়ের মধ্যে সবার বড়, অভিযুক্ত আব্দুল সবুর দ্বিতীয়।
ছোট ভাই আব্দুল সবুর পলাতক। গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ বা এজাহার দায়ের করেনি।