নারী কৃষকদের অধিকার সংরক্ষণে বরিশালে গণমাধ্যম কর্মশালা

নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের আওতায় গতকাল মঙ্গলবার বরিশালে সাংবাদিকদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যামের সহায়তায় গণমাধ্যম বিষয়ক সংস্থা সমষ্টি এটির আয়োজন করে।

বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় খাদ্য নিরাপত্তায় নারীর অবদান, নারী কৃষকদের স্বীকৃতি ও অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা, নারী কৃষকদের নিয়ে গভীর প্রতিবেদন প্রণয়নের কলাকৌশল নিয়ে আলোচনা ও দলীয় চর্চা অনুষ্ঠিত হয়।

journalists' orientation on women farmers issues in Barisal
কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি: শামীম আহমেদ

কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন। এছাড়া উজিরপুর উপজেলার নারী কৃষক জাহানারা বেগম ও মাকসুদা বেগম তাদের সাফল্য, সমস্যা ও গণমাধ্যমের কাছে তাদের চাহিদা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের প্রেক্ষাপট ও এর আওতায় পরিচালিত কর্মকাণ্ড তুলে ধরে উপস্থাপনা করেন অক্সফ্যামের সিনিয়র পলিসি অফিসার সোনিয়া তাহেরা কবির। প্রচারাভিযানের আওতায় স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ড সম্পর্কে জানান উন্নয়ন সংগঠন আভাস-এর কর্মসূচি সমন্বয়ক সিরাজুল ইসলাম।

কর্মশালা পরিচালনা করেন সমষ্টির পরিচালক রেজাউল হক এবং প্রশিক্ষণ ও যোগাযোগ বিশেষজ্ঞ রিয়াজ উদ্দিন খান। কর্মশালা সমন্বয় করেন দৈনিক সত্য সংবাদের সম্পাদক মীর মনিরুজ্জামান।

কর্মশালায় জানানো হয়, ২০১১ সাল থেকে খাদ্য অধিকার, জলবায়ু অভিযোজন, অর্থনৈতিক ন্যায্যতার দাবিতে অক্সফ্যামের বৈশ্বিক প্রচারাভিযান ’গ্রো’ পরিচালিত হচ্ছে। গ্রো-এর আওতায় নারী কৃষকদের নিয়ে প্রচারাভিযানটি চলছে। প্রচারাভিযানে অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি সাত বিভাগে সাংবাদিকদের জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.