রতন সিং, দিনাজপুর: নির্বাচনী সহিংসতা, নাশকতা ও বিস্ফোরক মামলায় দিনাজপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে জেলে পাঠিয়েছেন।
দিনাজপুরের জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদের আদালতে আজ বুধবার দুপুরে চিরিরবন্দর উপজেলার আট জামায়াত-শিবির নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না দিয়ে জেলে পাঠান।
ঘোড়াঘাট উপজেলার বিএনপি ও জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকেও আত্মসমর্পণের পর জেলে পাঠানোর আদেশ দেন আদালত।
চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের জামায়াত নেতা হারেজ আলী, ময়নুল ইসলাম, নুরুল ইসলাম, খবির আলী, হায়দার আলী, হাফিজুল ইসলাম, শিবির নেতা সদের আলী ও ওবায়দুল হকের বিরুদ্ধে গত বছর রাস্তায় যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ক্ষতিসাধন ও বিস্ফোরণ ঘটনার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
ঘোড়াঘাটের বিএনপি নেতা আলম, মকবুল, হারেজ আলী, ইউনুস আলী, জামায়াত নেতা মমদেল, শিবির নেতা মোফাজ্জল ও হারুনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানার বিস্ফোরক আইনে মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নাকচ করেন।