আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলার কুকসাইর গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামসাহিত্য কেন্দ্রের উদ্যোগে হতদরিদ্র নারীদের সেলাই মেশিন ও আর্থিক সাহায্য এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে গ্রাম সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু।
মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, স্থানীয় হাতেমতাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বাদল, গ্রামসাহিত্য কেন্দ্রের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল কাদির প্রমুখ।