এমপিকে না ডাকায় আ’লীগের মিলাদ-মাহফিলে ১৪৪ ধারা!

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়ন চেয়রাম্যানের উদ্যোগে মিলাদ মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঘাষিগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে শনিবার বিকেলে ওই মিলাদ মাহফিল আয়োজন করেছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল। তাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ আখতার জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ অতিথি ছিলেন।

মোহনপুুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হামিদ জানান, ওই মিলাদ মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষকেই আর কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

স্থানীয়রা জানান, মোহনপুরে ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে কেবলমাত্র ঘাষিগ্রামের চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থক। তারপরেও গত ৪ অক্টোবর স্থানীয় সরকার দলীয় সাংসদ আয়েন উদ্দিন তাকে ছাড়াই নতুন ভবনের উদ্বোধন করেন। আজ (রবিবার) থেকে সেই নতুন ভবনে অফিস করবেন চেয়ারম্যান। এ জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন। তবে সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সংরক্ষিত নারী আসনের সাংসদ আখতার জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে অতিথি করা হলেও ডাকা হয়নি সাংসদ আয়েন উদ্দিনকে। এ কারণে স্থানীয় আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল দুপুর একটা থেকে ঘাষিগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এমপি আয়েন উদ্দিন আগে ওই ইউনিয়নের ভবনটি উদ্বোধন করেছেন। কিন্তু চেয়ারম্যানকে তিনি সেখানে ডাকেননি। এ কারণে চেয়ারম্যান অফিস শুরুর আগে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। এমপি আয়েনের নির্দেশে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।’

এ ব্যাপারে জানতে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও রিসিভ করেননি সাংসদ আয়েন উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.