হাকিম বাবুল, শেরপুর: সকল শ্রেণির মানুষের মাঝে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শেরপুরে এজেন্ট ব্যাংকিং চালু করেছে ডাচ-বাংলা ব্যাংক। ৩১ অক্টোবর শনিবার দুপুরে শহরের মুন্সীবাজার শহীদ বুলবুল সড়কে এম.এন্টারপ্রাইজের দোতলায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৭৫ তম বুথ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ফিতা কেটে ডাচ-বাংলা ব্যাংকের এ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, শেরপুর চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী, ডাচ-বাংলা ব্যাংকের এভিপি মো. মুরাদ হোসেন, জামালপুর শাখার ব্যবস্থাপক ইব্রাহীম খান, স্থানীয় এজেন্ট মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও সুধীবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তা মাসুদুর রহমান মিল্লাত জানান, গ্রাম পর্যায়ের লোকজনকে কিভাবে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করা যায়, সেজন্যই এই এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংয়ে কেবলমাত্র ঋণ কার্যক্রম ছাড়া একাউন্ট খোলা থেকে শুরু করে টাকা লেনদেনসহ অন্যান্য সব ব্যাংকিং কার্যক্রম চলবে।
এখানো বায়োমেট্রিক একাউন্ট গ্রাহকের আঙুলের ছাপের মাধ্যমে পরিচালিত হবে। গ্রাহকরা এটিম কার্ডের মাধ্যমেও সহজে লেনদেন করতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৭ টা পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন করা যাবে। এমনকি এজেন্ট চাইলে শুক্রবার ছুটির দিনেও লেনদেন চালু রাখতে পারবেন।