আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: শুদ্ধস্বর’র প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণ দীপম বসু, কবি তারেক রহিমকে কুপিয়ে হত্যার চেষ্টা এবং জাগৃতি প্রকাশণীর প্রকাশক ব্লগার ফয়সাল আরেফীন দীপনকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও ছাত্র যুব সংগঠনের ব্যানারে রোববার সকাল ১১টায় শহীদ আলাউদ্দীন চত্বরে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ, সম্পাদক মন্ডলীর সদস্য ফাহিমুল হক কিসলু, জাসদ নেতা আশেক-ই-এলাহী, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ শুভ্র প্রমুখ।
বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে মুক্তবুদ্ধি চিন্তার পথ রুদ্ধ করা হচ্ছে। একের পর এক হত্যাকা- ঘটলেও সরকার নির্বিকার। এতে বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বক্তারা অবিলম্বে এ সব হত্যার সংগে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। সমাবেশ শেষে শহীদ আলাউদ্দীন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।