সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ (কক্সবাজার): সাগর উত্তাল থাকায় ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ৩নং সর্তক সংকেত থাকায় সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকেরা ফিরতে পারছেন না। দুই দিন ধরে তাদের সেন্টমার্টিনে অবস্থান করতে হচ্ছে। ১ নভেম্বর সাগর উত্তাল ও ৩নং সর্তক সংকেত বহাল থাকায় কোনও ধরনের জাহাজ চলাচল করতে পারেনি।

এছাড়া সেন্টমার্টিন ভ্রমণে আসা পর্যটকেরা সেন্টমার্টিন যেতে না পারায় টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেল ও কক্সাবাজারে অবস্থান নিয়েছেন। কেয়ারী সিন্দাবাদ জাহাজের টেকনাফ ইনচার্জ শাহ আলম জানান, আমাদের জাহাজ সারা বছরের চলাচলের অনুমতি রয়েছে। তবে সতর্ক সংকেত থাকায় জাহাজ ছাড়া হচ্ছেনা। আবহাওয়া অনূকূলে থাকলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুরুল আমিন জানান, বেড়াতে এসে শতাধিক পর্যটক সেন্টমার্টিনে রয়েছেন। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সেবার জন্য প্রত্যেক হোটেল ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিছু পর্যটক সাগর কিছুক্ষণ শান্ত থাকায় সার্ভিস ট্রলার নিয়েই টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেছেন। রাতে গণনা করে জানা যাবে কতজন পর্যটক এখনও অবস্থান করছেন সেন্টমার্টিনে।