প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে মিলাদ-মাহফিলের পর এবার আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনার কারণে জেলহত্যা দিবসের আলোচনা সভায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার দুর্গাপুর উপজেলায় জেলহত্যা দিবসের আলোচনায় সভায় ১৪৪ ধারা জারি করা হয়।
পুলিশ জানায়, জেলহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলার বাজুখলশীতে (হাট কানপাড়া) বিকেলে সভা আহ্বান করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন বিপ্লব। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে প্রধান অতিথি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ সরদারকে বিশেষ অতিথি করা হয়। একই জায়গায় একই সময় সভা আহ্বান করেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী জানান, একই জায়গায় দুইপক্ষ সভা আহ্বান করায় সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। থানা পুলিশ উভয়পক্ষকে সভা সমাবেশ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
এদিকে, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ সরদার জানান, আগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব সভা ডেকেছে। কিন্তু তাদের সমাবেশ বন্ধ করতে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারার লোকজন পরে সেখানে সভা ডেকেছে। প্রশাসন সাংসদের কথায় ১৪৪ ধারা জারি করেছে।
সাংসদ আবদুল ওয়াদুদ দারা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে একটি আলোচনা সভা হওয়ার কথা। কিন্তু একটি পক্ষ উসকানি দিতে সেখানে সভা ডেকেছে।
উল্লেখ্য, এর আগে মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়ন পরিষদের মিলাদ-মাহফিলে স্থানীয় সাংসদ আয়েন উদ্দিনকে না ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।