সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ (কক্সবাজার): টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সংলগ্ন নাফনদী থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায়, মঙ্গলবার সকালে নাফনদী থেকে ইয়াবার চালান পাচারের খবর পেয়ে টেকনাফ বিওপির বিজিবির সদস্যরা টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া সংলগ্ন নাফনদীতে অভিযান পরিচালনা করে।
এ সময় পাচারকারীরা একটি পলিথিন প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার মুল্য ৬০ লাখ টাকা বলে জানা গেছে। টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে উর্দ্ধতন কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের সামনে সেগুলি ধ্বংস করা হবে।