মনিরুজ্জামান মনির, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাইলাটি সালচাপুর গ্রামে চাচী দোলনা আক্তারকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ভাতিজা রাজীব (২৮)। নিহত দোলনা আক্তার ওই গ্রামের জাহের উদ্দিনের স্ত্রী। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। রাজীব গত রাতে বাড়ির বাইরে থাকার পর সকালে বাড়ি আসে। রাজীবের রাতে বাইরে থাকার কারণ জানতে চাইলে চাচীর সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে চাচীকে দা দিয়ে ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে গ্রামবাসী রাজিবকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ অভিযুক্ত রাজিবকে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে পূর্বধলা থানায় মামলার প্রস্তুতি চলছে ।