মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার বৃবড়িকান্দি গ্রামের গৃহবধু রতনা রাণীকে (২৮) হত্যার অভিযোগে মঙ্গলবার তার স্বামী পরিতোষ সামন্তকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন।
আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৬ সালের ২৮ আগস্ট সকালে আসামি পরিতোষ সামন্ত তার স্ত্রী রতনা রাণীকে কোদাল দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় রতনা রাণীকে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিনই নিহতের ছোট বোন সুপ্তা রাণী বাদি হয়ে পরিতোষ সামন্তের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২০০৭ সালের ২২ জানুয়ারি পরিতোষ সামন্তের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করে।
৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদলত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট সুভাষ বণিক অজয়। আসামি পক্ষে ছিলেন এডভোকেট অশোক কুমার তালুকদার।