দিনাজপুরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার

রতন সিং, দিনাজপুর: পুলিশ সদর দপ্তরের নির্দেশে দিনাজপুরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। বিদেশি নাগরিকদের রাতে চলাচল নিষেধ করা হয়। তাদের ছবিসহ জীবনবৃত্তান্ত সংশ্লিষ্ট থানায় সংরক্ষণেরও ব্যবস্থা নেয়া হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, সারাদেশে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ঢাকায় প্রকাশক, লেখক ও ব্লগার হত্যা এবং আহত ঘটনায় জনমনে ভীতি সৃষ্টি হওয়ায় পুলিশ সদও দপ্তর থেকে জেলা পুলিশ সুপারকে সাধারণ জনগণ, বিদেশি নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে। ওই নির্দেশ অনুযায়ী গত মঙ্গলবার থেকে দিনাজপুর জেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ ঘন্টার টহল, সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নজরদারী এবং চিহ্নিত দুস্কৃতিকারীদের গ্রেফতার করতে একাধিক অভিযান টিম নিয়োজিত রয়েছে। গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে জেলার ১৩টি উপজেলায় যেসব চিহ্নিত বিএনপি-জামায়াত-শিবির ক্যাডার নাশকতামূলক কাজের সাথে জড়িত ছিল তাদের অনেককেই পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছিল। ওই সব চিহ্নিত ক্যাডারেরা আদালত থেকে জামিন পেয়েছে। তাদের প্রতি নজরদারী বৃদ্ধি এবং পুনরায় গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে। তাদের গতিবিধি ও কার্যকলাপের উপরে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। কোনও অবস্থাতেই জেলাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না পারে সে দিকেও নজরদারী বাড়ানো হয়েছে।

জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনি, বড়পুকুরিয়া কয়লা খনি, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মৎস্য হ্যাচারী, পার্বতীপুর রেলওয়ে জংশন, হিলি স্থলবন্দর, বিরল স্থলবন্দর, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে ষ্টেশন, কেন্দ্রীয় বাস টার্মিনাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, জনসংগম এলাকা, সরকারি-বেসরকারি অফিস ও আদালত এলাকায় পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যদের টহল ব্যবস্থায় নিয়োজিত করা হয়েছে।

দিনাজপুরে বিভিন্ন দেশের ৩৫১ জন বিদেশি নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অধ্যায়ন করছেন। পুলিশের সূত্রটি জানায়, পার্বতীপুর উপজেলার ৩টি স্থাপনা ও ১টি এনজিওতে কর্মরত রয়েছেন ১১টি দেশের ৩১৪ জন বিদেশি নাগরিক। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনিতে ২৪৩ জন ও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ২১ জন চীনা নাগরিক ও মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ৪ জন ইউক্রেন নাগরিক, এনজিও পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে বিভিন্ন দেশের ৪১ জন নাগরিক কর্মরত রয়েছেন।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিকটবর্তী পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের সদস্যদের সজাগ ও টহল জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। বিদেশি নাগরিকদের ছবি সম্বলিত জীবনবৃত্তান্ত ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। যে কোন পরিস্থিতিতে নিকটবর্তী পুলিশ স্থাপনার সাথে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজে ১৭ জন বিদেশি নাগরিক অধ্যায়ন করছেন। এর মধ্যে ৯ জন ছাত্র ও ৮ জন ছাত্রী। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কামরুল আহসান জানান, ১৭ জন বিদেশি শিক্ষার্থী সার্কভুক্ত পাকিস্তান, নেপাল, ভারত ও ভুটানের নাগরিক। বিদেশি ছাত্রদের সন্ধ্যার পর হোস্টেলের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। দিনের বেলায় বিশেষ প্রয়োজনে বাইরে গেলে সঙ্গী হিসেবে স্থানীয় ২/৩ জন ছাত্র সঙ্গে থাকবেন। তাদের ছবি সম্বলিত বায়োডাটা থানায় দেয়া হয়েছে।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১২০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যায়ন করছেন। এর মধ্যে ১১ জন ছাত্রী। ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেকশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার জানান, বিশ্ববিদ্যালয়ে নাইজেরিয়া, সোমালিয়া, ভুটান, জিবুতি ও নেপালের নাগরিকরা অধ্যায়ন করছেন। তাদের নিরাপত্তার ব্যাপারে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.