আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাসস্ট্যান্ড মার্কেটের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আশপাশের দোকান ও বাসাবাড়িতে ভাংচুরের কারণে আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আগুনে ধনবাড়ী বাসস্ট্যান্ড মার্কেটের মা বীজ ভান্ডার এন্ড হার্ডওয়ার, জাহান এন্টারপ্রাইজ, উজ্জল স্টোর, মেসার্স অপু ট্রেডার্স, মাহিদ টেলিকম, মনোলোভা কনফেকশনারী, রিয়ামণি মিষ্টান্ন ভান্ডারসহ ১০/১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মধুপুর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার এস, কে তুহিন জানান, খবর পেয়ে মধুপুর ও পাশ্ববর্তী সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, ১টি গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৩টি রং তারপিনের (দাহ্যপদার্থ) দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়।
ধনবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে তিনিসহ ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
ঘটনার পর ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন, ওসি মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছেন।