প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটের পাগলা দেয়াপাড়া সার্বজনীন বাসন্তি সেবাশ্রম মন্দির মিলনায়তনে বুধবার বিকেলে চক্ষু পরিচর্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বল্পমূল্যে উন্নত চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং অরবিজ ইন্টারন্যাশন্যাল এর অর্থায়নে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উদ্যোগে মন্দিরের সভাপতি ডাঃ প্রকাশ কুমার দেবনাথ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু। বক্তৃতা করেন, রেজাউল করিম, মিজানুর রহমান, ডাঃ মাহম্মুদুল হাসান রিজভী প্রমুখ।