রেজাউল করিম বকুল, শেরপুর: প্রকৃচি (প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক), ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির উদ্যোগে শেরপুরের শ্রীবরদীতে বৃহস্পতিবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ একেএম আলিফ উল্লাহ আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ নাছির উদ্দিন। সভায় ছয় দফা দাবি তুলে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এফএম মোবারক আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, ডা. আতিক ইবনে সাইদ প্রমুখ।