বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা জেএসডি এ কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ২৩১ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে অধ্যক্ষ আবদুল মোতালেবকে সভাপতি এবং শাহাদাত হোসেন নীরবকে সাধারণ সম্পাদক করে উপজেলা জেএসডি’র ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কাউন্সিল উদ্বোধন করেন জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
পরে কাউন্সিল উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নীরবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন, ফেনী জেলা জেএসডি’র যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন আহাম্মদ, নোয়াখালী জেলা জেএসডি’র যুগ্ম-আহ্বায়ক নুর রহমান চেয়ারম্যান, লক্ষ্মীপুর সদর উপজেলা জেএসডি’র সহ-সভাপতি মাস্টার আহসান হাবীব, আব্দুল বাতেন, সাধারণ সম্পাক সিরাজুল ইসলাম, রামগতি উপজেলা জেএসডি’র যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা বাসদ’র আহ্বায়ক এমএ মজিদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা জেএসডি নেতা অধ্যাপক মাহাবুবুর রহমান স্বপন, এবিএম বাবুল মুন্সী, খোরশেদ আলম ও হারুনুর রশিদ ডিলার প্রমুখ।