রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.শওকত হোসেন (৩০) নামে এক ক্যাবল (ডিশ লাইন) ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের মুক্তারকাঠী উত্তর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শওকত হোসেন উপজেলার মুত্তারকাঠী গ্রামের নুরুল হকের ছেলে।
এলাকাবাসীরা জানান, স্থানীয় জে.এস ক্যাবল নেটওয়ার্কের মালিক শওকত মুক্তারকাঠী গ্রামের হাতেম আলীর বাড়ির ডিসের লাইনের সংযোগ লাইন মেরামত করার সময় পা ফসকে বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটির উপরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।