কমলনগর ও বাগেরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

মো: ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর হাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

news pic 07-11-2015
এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হানিফ। আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শামছুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম, অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, অধ্যক্ষ আবদুল মোতালেবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে শনিবার বর্ণাঢ্য র‌্যালি, প্রতিযোগিতা, আলোচনা সভা ইত্যাদি নানা আয়োজনে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বদশা এমপি।

Bagerhat Photo-1 (07.11.15)
বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি, প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

বিশাল র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটরিয়মে জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আ. মান্নান তালুকদারে সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা সমবায় কর্মকর্তা শেখ ফজলুল করিম, জেলা সমবায় ব্যাংকের সভাপতি মনোয়ার হোসেন টগর,  উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর রহমান, বিআরডিবি’র সভাপতি সরদার শুকুর আহম্মেদ, কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সভাপতি গোবিন্দ কুমার মালো, ডেকারেটর মালিক সমিতির সভাপতি ইব্রাহিম মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.