রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার দরিদ্র মেধাবী ছাত্র মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পেয়েছেন। উপজেলা সদরের কেউন্দিয়া গ্রামের রিকশাচালক ইমাম হোসেনের ছেলে মেহেদী এ অর্জনে তার মা-বাবা আর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রিকশা চালিয়ে সংসার চালানোই ইমাম হোসেনের ছিল কষ্টকর। এ আয়ে পরিবারের চার সদস্যের ভরণপোষণ চালাতে কুলিয়ে উঠতে পারতেন না তিনি। এরপরও দুই সন্তানের লেখাপড়া চালিয়ে নিয়েছেন তিনি। তার পক্ষে টাকা দিয়ে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব ছিল না। সন্তানের বাড়তি আবদার মেটানোও সম্ভব হয়নি তার। এ অবস্থায় মেহেদীকে পড়তে হয়েছে কুপির আলোতে। কিন্তু মেহেদী এসবে দমে যাননি।
দারিদ্র্যের কঠোর বাধা পেরিয়ে মেহেদী কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৪.৮৮ ও কাউখালী মহাবিদ্যালয় থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ পান।
এ বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
মেহেদী হাসান জানান, মা-বাবা ও স্কুল-কলেজের শিক্ষকরা তাকে সব ধরনের সহযোগিতা করেছেন। তার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আয়-রোজগার করে তাদের দুই ভাইবোনকে লেখাপড়া করাচ্ছেন। অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করতে হয়েছে।
ইমাম হোসেন বলেন, তার মেয়ে ফাতেমা নেছারাবাদ সরকারি কলেজে বিএসসি পড়ছে। দুই সন্তানই পড়াশোনায় মনোযোগী হওয়ায় রিকশা চালানোর মতো কঠোর পরিশ্রম করেও আনন্দ পান তিনি।
মেহেদীর মা হ্যাপি বেগম বলেন, ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় তারা খুব খুশি। সন্তানের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, মেহেদী কখনো স্কুল ফাঁকি দেয়নি। পড়াশোনায় সে ছিল ভীষণ মনোযোগী। তারই ফল পেয়েছে সে। কাউখালী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য শিক্ষা উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, চরম অভাবের মধ্যেও ভালো ফল করা যায়, মেহেদী তার দৃষ্টান্ত। তিনি মেহেদীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ দিকে গত বৃহস্পতিবার মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হওয়ার পরে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মেহেদীকে ফোন করে অভিনন্দন জানান এবং তিনি শুক্রবার তার বাসায় ডেকে তার হাতে একটি ল্যাপটপ উপহার দেন। এ সময় মেহেদীকে সহযোগিতা করায় কাউখালীর শিক্ষা উদ্যোক্তা আবদুল লতিফ খসরুকেও একটি ল্যাপটপ দেন মন্ত্রী ।
মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানকে নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘আজ সকাল শুরু হয়েছিল পিরোজপুরের মেহেদী হাসানের সাথে, তার বাবা একজন রিকশাচালক, শত প্রতিকূলতাকে জয় করে সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে।’