প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম বিমানবন্দর এলাকায় হাবিব পেট্রোল পাম্পের সামনে বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নকুল। তার বাড়ি পবা উপজেলার পাকুড়িয়া এলাকায়।
নগরীর শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা নগরী থেকে নওহাটার দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নকুলের মৃত্যু হয়।