শেরপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে গম বীজ-সার বিতরণ

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে নতুন জাতের উচ্চ ফলনশীল গমের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গম গবেষণা কেন্দ্র। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত নতুন জাতের গমের আবাদ সম্প্রসারণকল্পে কৃষক এবং মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের চাষাবাদ কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Gom Bees Bitoron-1
শেরপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে গম বীজ-সার বিতরণ করা হচ্ছে

সেইসাথে গম আবাদে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শেরপুর সদর ও নকলা উপজেলার ২৪ জন কৃষকের মাঝে এক বিঘা জমি আবাদ করার জন্য বারি-২৪,২৫,২৬,২৭,২৮ ও ২৯ জাতের গম বীজ ও সার বিনামুল্যে প্রদান করা হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর খামারবাড়ী চত্বরে বিতরণ অনুষ্ঠানে জামালপুর কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নারায়ন চন্দ্র বসাক, শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম ও বারি’র কৃষি বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিশেষজ্ঞরা জানান, বারি উদ্ভাবিত এসব নতুন জাতের গম আবাদ করে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি এতে করে শষ্যের নীবিড়তাও বাড়বে। শস্য বহুমুখীকরণ ও খাদ্য নিরাপত্তা অর্জনেও সহায়ক হবে। শেরপুর খামারবাড়ীর হিসাব মতে, জেলায় এবছর ১ হাজার ৩০০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.